নারীর মুন
©মারইয়াম
***************
এ ছুড়া তোর বাড়ি কুন্ঠে,
কুন্ঠে রে তোর ঘর?
পাগল কইরা দিলে হাকে
বাঁশির সুর তোর রে ছুড়া!
কুন্ঠে রে তোর ঘর?
কে তুই ছুড়ি, রূপসুন্দরী?
মুন কাঢ়্যসছিস হার!
বাড়ি হামার শুনরে ছুড়ি
ধূলাউড়ির চর রে ছুড়ি
মুন কাঢ়্যাছিস হার।
নাম হামার রূপভান হায় রে
রূপেরই বাহার!
এই চ্যাহারা বরবাদ হইবে রে
গেলে ওই না সাধের চর রে ছুড়া
রূপেরই বাহার
নাম হামার আক্কাস আলী,
লোকে কহে আইক্ক্যা!
মুনটা হামার পাগল হইয়্যাছে রে
তোর রুপের বাহার দেখ্যা রে ছুড়ি!
লোকে কহে আইক্ক্যা।
এই ক্যামুন সুরে বাজাইস বাঁশি?
ঘরে থাকতে পারিন্যা!
এ কুন যাদু তুই করলিরে
বাঁচিন্যা মরিন্যা রে ছুড়া!
ঘরে থাকতে পারিন্যা।
রাজি যুদি থাকিস রে ছুড়ি
ঘটক দি পাঠিয়্যা।
সুখের ঘর করব ওই না চরে
হামি তোকে লিয়্যা রে ছুড়ি
ঘটক দি পাঠিয়্যা।
এমুন কথা কিহসন্যারে
লজ্জাতে যাই মইরা!
তার সুতে দুঃখ লাগে,
ক্যামুন কইরা বাপ মাকে,
থাকব হামি ছাইড়্যা?
এতই যখুন লজ্জা, দুঃখ তোর
ওইয়্যাই লিয়্যা থাকিস!
ঢং দ্যাখিয়্যা ছাগল চরাইতে
এইখ্যানে না আসিস রে আর
এইখ্যানে না আসিস।
ক্যামুন রসিক তুই হায় রে
মরদ তুই ক্যামুন!
লাইন বুঝিস কিন্তু বুঝিস ন্যা
এই নারীর মুন রে ছুড়া!
মরদ তুই ক্যামুন!
গোদাগাড়ী, রাজশাহী
তাংঃ ১২/১২/২০২১ ইং
1 Comments
বাহ্ দারুণ কবিতা
ReplyDelete