আকতারুল ইসলামের বাস্তবিক কবিতা

 



উন্নয়নতন্ত্র

আকতারুল ইসলাম


উন্নয়নের পতেস্তারাটা খসে পড়েছে আজ

লুটেরাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

ছিল পুকুর ভর্তি মাছ আর গোলা ভরা ধান

লুটেপুটে খেয়েও ওদের ভরেনি ম‌নপ্রাণ।


হাট-ঘাট , জমিজমা, ব্যাংক কিংবা বিমা

চেটেপুটে খাওয়ার সময় ভেঙ্গেছিল সীমা।

পুকুর, পুসকন আর গরিবের কমদামি জমি

জবর দখল করে রেখেছে সব তস্কর ভূ-স্বামী।


জমা ছিল যত গনিমত অরক্ষিত টাকশালে

পাচার হয়েছে পুরোটাই ভিনদেশী চ্যানেলে।

বাকি আছে এখন হারাধনের দুই বিঘা জমি

ওটাও নিলামে তুলতে বসেছে লুটেরা ভূ- স্বামী।


গরু মহিষ ভেড়া ছাগল সবই হয়েছে চুরি

তবুও শুনি ওদের মুখে উন্নয়নের ফুলঝুরি।

গরিব হয়েছে অতিগরিব, ধনী আরও ধনী

উন্নয়নের মহাসড়কে তাই জেঁকে বসেছে শনি।


মরে গেছে আইসিইউতে থাকা রুগ্ন গনতন্ত্র

এখন আবার পচতে বসেছে শখের উন্নয়নতন্ত্র।

মেহনতি মানুষের মনে জমেছে  শত দুঃখ ক্ষোভ

তবুও ওরা বেজায় খুশি, মনোজগতে ঘোড়ারোগ।


স্বার্থ ফুরালে লুটেরারা সোনার বাংলা যাবে ছেড়ে

জীর্ণ র্শীর্ণ বাংলাদেশের হৃদয়টা রেখে যাবে ফেড়ে।

পড়ে রবে এই বসুধায় আমাদের কঙ্কালসার দেশ

উন্নয়নের গোলক ধাঁধায় পড়ে নিস্তেজ- নিঃশেষ।


১৬ নভেম্বর ২০২২, বগুড়া




Post a Comment

0 Comments