চব্বিশ নগরের উদীয়মান কবি সোহেল রানার কবিতা




 মনোঃবাসনা


একদিন আসবে আমার সাথে?

আমার শহরে?

তোমায় দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে 

আমার শহরের সকাল, দুপুর, রাত

সন্ধ্যা তারারা তোমায় নিয়ে গান বেঁধেছে

রােমান্টিক সুরে গাইবে চাঁদ

উষ্ণ কন্ঠে সূর্য প্রাত🥰

তোমায় বরণে শাখীরা সেজেছে, সাজিয়েছে পথ

ফুল-প্রসূনে

দিক হারানো সুগন্ধী মেশানো বাতাস

বার বার পথ হারায়, ফিরে আসে 

তোমায় মুগ্ধ করবে বলে।

স্থির কেবলই আকাশের সাদা মেঘ 

একদিন তুমি এসে চোখ বুলিয়ে দেবে

তারপর

বৃষ্টি হয়ে পড়বে তোমার গায়ে।

একদিন আসবে আমার শহরে?

আমার শহরের পবিত্রতম মৃত্তিকা 

তোমার খালি পায়ের স্পর্শ পেতে 

রোজ বায়না ধরে❤️


স্বপ্ন


কবিতা সেতো তুমি

আয়না মোর তুমিতেই;

ভাবনার অবকাশে তুমি

ক্লান্ত দুপুরের শীতলতা তুমি! 


আমার স্বপ্নেরা তোমার জন্য

কালো মেঘের মাঝেও কিরন তুমি;

তুমিতেই ত বেচে আছি

তুমিইতেই ত ডুবে থাকি! 


তুমিহীনা আমি ত কল্পনা

তুমি ছাড়া আমি শুন্য; 

শত জনমের আহাজারি তুমি

জীবন ও ভেলার তরী তুমি! 


অব্যক্ততায় তুমি আর তুমি

অশেষের মাঝেও অসীম তুমি;

আমির মাঝেও এক তুমি

তুমিতেই সেই আমিই! 


কভু ত এই ভাষার নেই শেষ 

তুমি আমার সব;

জীবন্ত ভালোবাসাময়  এক

স্বপ্নের দেশ



আবেগী মন


বাস্তবতায় ফেরানো পথ 

শত স্বপ্নের অশেষ রথ;

যার কারনে মন- মালিন্য

অসময়ের কাহিনি বিপন্ন। 


আধারের এক চাদনী রাত

যেথায় সকলে অবহেলায়;

তবুও কিনারায় দাঁড়িয়ে 

ফিরে আসার অপেক্ষায়!!!


সম্ভাবনার বাসরে সাজিয়ে 

অবশেষে গাথে নতুন মালা;

সেই থেকে জন্ম নেয় 

 ভালোবাসার ভিন্ন মেলা। 


বহমান স্রোতের ভিড়ে 

সকলেই যত্রতত্র চলছে 

জীবনের  রচনা বেশে

নিজেকেই ভেবে যাচ্ছে -


অন্ত নেই শত ভাবনার 

হইতো আজ  আমি 

আর নেই আমিতে

তুমিতেই সকল ভেলা। 


অচিরেই কাটে না ঘোর 

কুয়াশার আড়ালে থেকে

সামনের দিগন্তের পথে;

চাওয়ার বিপরীতে 

সকলের না চাওয়ায় 

অভিনয়ের মাঝে বেচে থাকা। 


আবেগের ধুলাবালির কারনে হইতো

বাস্তবতার ঠিকানা খুজে পাওয়া।


সোহেল রানা


হতাশায় আচ্ছন্ন হয়েও হাসি

কটু কথায় মনের হয় ফাসি;

আড়ালের ব্যাথা সুপ্ত রেখে

তবুও তোমারেই ভালোবাসি। 


কত কোলাহলে নিরন্তর 

পথচলার তবু হয় নাহ শেষ ;

থেমে যাবে জীবন মোদের 

থেকে যাবে কতক অলিখা ক্লেশ। 


ব্যক্ত সমাজের   অ্যাংগেলের ভাষায় 

 সুখের অন্নেষনের তরী নিভাচ্ছন্নে ;

পাইলে রাজার আসন তোমাতে

নতুবা তুমি ভবশুন্যে। 


বেলার শেষে বলতে চাই,

ভাবনার আরো আছে বাকি-

সেই দিকে চলতে থাকি-

ভালোবাসাকে ভালোবেসে

সবাই মিলে সুখে থাকি 


চব্বিশ নগর 

গোদাগাড়ী 

রাজশাহী 



Post a Comment

1 Comments

  1. অসম্ভব সুন্দর লিখেছিস। দোয়া করি লিখার হাত আরো উন্নত হউক ❤️

    ReplyDelete