গবেষক ও কবি আকতারুল ইসলামের নতুন কবিতা




দৈন্য দশা

©আকতারুল ইসলাম 


দৈন্য যদি ধেয়ে আসে কভূ

ভয় পাবার কি আছে,

অর্থের দৈন্য নতুন কিছু নয়

আরও অনেক দৈন্য আছে।

দৈন্য দশায় ডুবে মানবিকতা

নিচুতায় তার বহিঃপ্রকাশ,

দৈন্য ঢুকেছে সবার চিন্তার জগতে

সর্বক্ষণ সংকীর্ণতায় করে বাস।

দৈন্য দশা আজ রাজনীতিতে

সর্বত্রই পরাকাষ্ঠা ভাব।

চিন্তার দূষণে আজ দূষিত সবাই

দৃশ্যমান বেহায়াপনা স্বভাব।

দৈন্য আছে এখনকার সংস্কৃতিতে

সভ্যতার নিবিড় সংকট,

দৈন্য দশায় বাংলার আকাশ ভরা

দেউলিয়াত্বের প্রাচুর্য প্রকট।


কবি, গবেষক ও লেখক 

২১ নভেম্বর ২০২১, রংপুর।

Post a Comment

0 Comments