তুমি আমি
আর এই বরেন্দ্রভূমি।
©সোহানুর রহমান সোহান
জীবন তুমিহীন
রাত ঘুমহীন
কাটে না প্রহর
তুমিহীনা মনে হয়
অচেনা এই শহর।
মনে বিষাদ নামে
তুমি আড়ালে গেলে।
স্মৃতি গুলো ভীষণ ভাবে পোড়ায়
মূহুর্ত গুলো বার বার তোমার কথা বলে
পদ্মার ধার, তানোরের শীব নদীর পাড়
তোমার স্মৃতি মনে করিয়ে দেয়।
চোখে চোখে কত কথা
কত আলাপ মুখোমুখি
তোমার কি মনে পড়ে বৃষ্টি?
তুমি আমি
আর এই বরেন্দ্রভুমি।
সবুজাভ প্রান্তরে মিশে আছে
তোমার আমার ভালোবাসা।
আলো আশা, স্বপ্ন বপন, জীবনযাপন
সব আজ ধূসরতাই মিশিয়ে দিয়েছো তুমি বৃষ্টি।
সোনালী কাঁকনহাট রেলপথ দিয়ে তোমার আমার সমান্তরাল চলা
আজ অন্ধকারের গভীরে কালো হয়ে রয়েছে।
বৃষ্টি তুমি তো
বিধাতার অপরুপ সৃষ্টি
দেবীর প্রতিমায় তৈরি।
তোমাকে ছাড়া আর কারো মাঝে হারাতে পারিনা নিজেকে..
এই বরেন্দ্র প্রান্তর
সবুজ মাঠ, প্রকৃতি সবই রয়েছে
কিন্তু তুমি নেই পাশে
চলে গেছো অন্য কাউকে ভালোবেসে!
এ বরেন্দ্রভূমি আর তুৃমি
আমার কবিতা লেখার উপমা
দিনরাত ডুবি
শব্দ বাক্য খুঁজি
প্রকৃতিতে চোখ রাখি
তোমাতে অবাক চেয়ে রই।
তুৃমি আমার কবিতার ভাষা
লিখতে লিখতে মনের মাঝে
লালন করি কত আশা!
তুমি উদাসীন হয়ে
যাও পথ দিয়ে
কিন্তু আমি তোমাতে মগ্ন।
বিভোর হয়ে দেখি তোমায়
রোদ ছুঁয়ে অবাক মায়ায়।
কিছু শব্দ, বাক্য, উপমা নিয়ে
কবিতা রচিত করি।
তোমাতেই কাব্য খুঁজি
তোমাতেই উপমা উপমা খেলা।
প্রকৃতি আর বৃষ্টি
আমাকে ভাসিয়ে নেই খুব করে,
বৃষ্টি তুমি ছুঁয়ে যাও রাত
ছুঁয়ে যাও দিন
তোমার অনুপস্থিতে আমি যে মলিন!
বৃষ্টি তোমার এলোচুলে আমি বুলিয়ে দেব হাত
অবাধ মেলামেশা ও খুনসুটি হবে
যদি তুমি আমাতে করো বসবাস!
কিন্তু না তুমি তো রইলে না আমার বুকে
বিষন্নতা ঢেলে দিলে,
ঘুরি এখন আমি ধুঁকে ধুঁকে।
তোমার প্রতি ভালোবাসা থেকেই এখনো
তোমার নামে কবিতা লিখি
দূর থেকে অবাক হয়ে দেখি।
শূন্যতা বুনি তোমার নামে।
অনুভবে মায়াজালে তোমাকে রাখি।
সমান্তরাল পথে তোমার আমার গন্তব্যহীন হেটে চলা
কাব্য কৌশলে ভালোবাসি বলা।
এখনো মনে রয়েছে আমার
তোমার কি মনে আছে বৃষ্টি?
অজস্র ভালোলাগা তোমার ভেতর
এখন রয়েছে আমার অন্তরে।
কিছু ভালোবাসা বুঝি এরকমই হয়..
নীরবে ভীষণ করে পোড়ায়।
জীবনজুড়ে তুমি রয়ে যাবে জানি
জীবনের মাঝে তোমার কবিতা বুনি।
তোমার প্রতি ভালোবাসা নিরন্তর
তুমি আজন্ম রয়ে যাবে আমার ভেতর...
ঝিকরাপাড়া, কাঁকনহাট, রাজশাহী
1 Comments
বৃষ্টি নিয়ে দারুণ কবিতা
ReplyDelete