"গীতিকবি জাহিদ আকবরে ফেসবুক থেকে নেয়া"
আরফিন রুমির সঙ্গে আমার লেখা গান কবে আসবে
সেই কথা তার শ্রোতারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। অবশেষে তাদের সেই অপেক্ষার পালা শেষ হয়ে আসছে। 'তোমায় হারিয়ে ফেলেছি' নামের নতুন একটা গান আসছে রুমির প্রিয় শ্রোতাদের জন্য। গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'মায়ায় থেকো' নাটকে। রাজের আগ্রহের কারণেই মূলত গানটা দীর্ঘদিন পর লেখা হয়েছে। আরফিন রুমির সাথে আমি বরাবরই গান লেখায় ভালোবাসা বোধ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালোবাসা সবার জন্য।
0 Comments