তরুণ কবি সোহানুর রহমান সোহানের কবিতা

 



চরম বাস্তবতা 

©সোহানুর রহমান সোহান 


কারো উঠানে জাঁকজমকপূর্ণ রঙিন  উৎসব, 

কারো উঠানে নীলচে বেদনা সব!

পারিবারিক বেদনা হতে পারে,

আবার প্রেমিকার দেওয়া যাতনা হতে পারে।

একজন শিল্পীর গান কারো বিয়েতে বাজছে

অথচ সেই শিল্পী আজ মারা গেছে। 

তার উঠানে আজস্র বেদনা গভীর দীর্ঘশ্বাস!

এটাই বুঝি পৃথিবীর নিয়ম চরম বাস্তবতা, 

দুঃখ ও অনুভূতি বোঝার মানসিক ক্ষমতা কারো নাই! 

এই শক্তি বিধাতা কাউকে দেয় নি,

এটাই প্রকৃতির নিয়ম,চরম বাস্তবতা। 


সময় বলে দিবে আপনার সাথে কে আছে

দুঃসময়ে চিনে যাবেন কোনটা মুখ আর কোনটা মুখোশ!

যারা আপনার সুদিনে আছে

তারা কি আপনার দুর্দিনে পাশে থাকে?

নাকি হারিয়ে যাই পথের বাঁকে! 


কিছু মানুষ প্রয়োজনে কাছে ডাকে

  প্রয়োজন শেষে ফেলে দেয় পথের বাঁকে।

   প্রয়োজনে প্রিয়জন

    প্রয়োজন শেষে বিয়োজন .. 

                           

Post a Comment

0 Comments