হৃদয়ের আহ্বান
***************
©মারইয়াম
জীবনের প্রতি ছন্দে
সুখেরই আবেশে একান্তে।
গল্প কথায় গানে আনন্দে,
ভালো লাগা কিছু মন্দে।
কিছু মধুর লগনে বেদনার ক্ষণে,
সম্মুখে কখনও কখনও মনের গহীনে।
রিমঝিমঝিম বরষায়, অশান্ত ঝড়ে,
আলোমাখা দিবসে, জোৎস্নাভরা প্রহরে,
তোমাকে হুম তোমাকেই মনে পড়ে।
মনে পড়ে,
কবিতার প্রতিটি চরণে
উপন্যাসের প্রতিটি বর্ণে,
মনে সুখ জাগানো শিহরণে
মধুর কিছু স্মৃতির স্মরণে।
কোকিলের কুহুকুহু স্বরে
রক্তরাঙানো ফুলশোভিত বসন্ত বাহারে,
তোমাকে হুম তোমাকেই মনে পড়ে।
এসো প্রিয়তম আমার
থেকো না আর দূরে সরে।
ফিরে এসোনা শত অভিমান ভুলে,
এসো ফিরে এই ভালোবাসার নীড়ে।
এসো কাটাই একান্তে দুজনে
কিছুটা ফাগুনের ক্ষণ,
হোকনা কিছুটা আলাপন,
হোক ভুল বুঝাবুঝি অভিমানের অবসান!
এসো ফিরে প্রিয় ওগো
ফুলশোভিত পথটা পেরিয়ে
ঘাসফুল মাড়িয়ে
এসো শিশিরস্নাত পায়।
রেখেছি সাজিয়ে খুব যত্ন দিয়ে
ভালোবাসার বরণডালা।
গেঁথে রেখেছি সমস্ত হৃদয়ের মায়া দিয়ে
বিনিসুতার প্রেমমালা।
সাঁঝের প্রদীপ হাতে রয়েছি ঠাঁই দাঁড়িয়ে
ঘনিয়ে এসেছে সন্ধ্যাবেলা।
এসো ওগো প্রিয়তম এসো হায়!
ভালোবেসে আমার মনের আঙিনায়।।
গোদাগাড়ী, রাজশাহী
0 Comments