আমি উড়ে গেছি মেঘে

                        আমি উড়ে গেছি মেঘে

                                    ©সোহানুর রহমান সোহান 


আমি উড়ে গেছি মেঘে

অনেক আগে তোমার সীমানা থেকে,

অভিমানে লিখে নাম দূরে ঠেলে দিলে আমায়

তাচ্ছিল্য অপমান কষ্ট ভরা মনে আমি হারিয়ে গেছি নীরবে। 

এই প্রকৃতি জানে আমার উধাও হওয়ার গল্পটা।

এই প্রকৃতির মাঝে তুমি নতজানু হয়ে বলেছিলে আমায়,

 যেন আমি ছেড়ে না যায় তোমায়..

অথচ প্রকৃতির কি অদ্ভুত নিয়ম তুমিই চলে গেলে,

ঠিকানা বদলে প্রতারকদের দলে।

তোমরা মেয়েরা খুব যতনে আলতো করে ছল করতে পারো!

যেটা বিষ হয়ে বিঁধে যায় অন্তরে মনের উঠানে। 

এই প্রকৃতির পাশে কত করেছি আহাজারি, 

তার তুমি কতটুকু জানো নীহারিকা? 

না তুমি জানো না.. 

তুমি বাইরের হাসিটা দেখেছো 

ভেতরের নীরবতা, শূন্যতা দেখোনি....


ছাত্র 

৩য় বর্ষ

সমাজবিজ্ঞান বিভাগ 

গোদাগাড়ী সরকারি কলেজ, রাজশাহী 

Post a Comment

1 Comments