জীবন
©সোহানুর রহমান সোহান
সব রং, আনন্দ ও উচ্ছ্বাস মুছে গেছে
সব ভং ডং উড়ে গেছে বাতাসে!
সকল কিছুতে বেদনা ভর করেছে
ধুলোপড়ে গেছে আনন্দময় স্মৃতিতে!
ন্যাকামী আদিখ্যেতা খশে পড়েছে ধুলায়,
চিরজীবন থাকে আনন্দ উচ্ছ্বাস
মুছে যায় ধীরে ধীরে আর বাড়ে বয়সের ভার।
শৈশব, কৈশোর ও উদীয়মান যৌবনকাল তরুণকাল থাকে না চিরদিন,
দূরীভূত হয়ে যায় সব বয়সের ভারে
রোমান্টিক সময় বেঁচে থাকা পযন্ত থাকে না জীবনে।
শৈশব কৈশোর ও যৌবনে থাকে প্রফুল্লতা।
জীবনে অনেক পর্যায় অতিক্রম করতে হয় মানুষকে,
খারাপ সময়, ভালো সময়,
শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বাধর্ক্য..
একসময় বিধাতার লেখা মৃত্যু!
0 Comments