তরুণ কবি সোহানুর রহমান সোহানের কবিতা

 



                  তুমি আমার ভালোবাসা 

                     ©সোহানুর রহমান সোহান 


তুমি আমার ভালোবাসা 

তুমি আমার আলো আশা

তুমি আমার জীবন জুড়ে 

দিনরাত ছুঁয়ে থাকো অবাক করে 


তোমার মাঝে গল্প লেখা আমার নামে 

তোমার মাঝে হারায় আমি বেখেয়ালে

তোমার প্রতি ভালোলাগা অনেক বেশি 

তুমি আমার বুকের মাঝে ও রুপশী!

তোমার মুগ্ধতায় পরিপূর্ণ 

 তোমাকে ছাড়া আমি শূন্য


তোমাকে ছাড়া আমি দুঃখী 

তোমাকে পেলে হবো আমি সুখী! 

গভীরে নামি তোমার অতলে

গভীর ভালোবাসার জলে।।

Post a Comment

0 Comments