নষ্ট আমি




                        নষ্ট আমি

                                   ©মারইয়াম


এই যে আমি আজ খারাপ হয়েছি তার কারণ তুমি।

নষ্ট হয়েছি, অধপতনে গিয়েছি সেটার কারণও তুমি।

তোমার কারণে নেশার সাগরে ডুবেছি এই আমি।

ধ্বংস করলে জীবন আমার ছলনাময়ী নারী তুমি!

চাও যেন আর না করি তোমায় কখনও বিরক্ত।

তাই হয়েছি ধীরে ধীরে আমি স্লিপিং ট্যাবলেটে আসক্ত!

স্মৃতিগুলো মেমরি থেকে ডিলিট করতে গিয়ে,

তোমাকে খুব করে ভুলতে গিয়ে আজ

আমি হয়েছি উন্মাদ, নষ্ট, নোংরা, চরিত্রহীন!

অন্যদিকে তুমি?

কত সুখেই না পার করছ অন্যকে নিয়ে রাত-দিন!

হয়ত তাকেও আমার মত স্বপ্ন দেখাচ্ছ কতশত রঙিন!

হয়ত অজস্র হাসির রেখা এনে দিচ্ছ যখন দেখছ মুখটা মলিন!

হাতে রেখে হাত, কাঁধে রেখে কাঁধ দেখছ কত স্বপ্ন!

নতুন মানুষ, নতুন প্রেম। ইশ, কতই না করছ যত্ন!

নতুন প্রেমের জোয়ারে ভাসিয়ে তরী,ওপারে বেঁধেছ ভালোবাসর আর এক নতুন ঘর।

আমি এপারে উন্মাদ একা, আজ হয়ে গেছি কত পর!

আজও একা রাতে তারা গুণে যাই, জোছনা গায়ে মাখি।

ডায়েরি হাতে তোমায় নিয়ে গো বিরহ কবিতা লিখি!

অথচ আগে তোমায় নিয়ে লিখেছি কত স্বপ্ন সুখের গল্পকথা!

আজ সেসব ধোঁয়া- কুয়াশা, বদলেছে জীবন পাতা!

সুখে থাকো তুমি, নতুন করে সাজাও জীবন আশীর্বাদ জানাই।

তবে এটাও জেনো, "যেমন কর্ম ফলও তেমন" পাও

যেন তুমি তাঁর কাছে এই আর্জিও জানাই।

Post a Comment

0 Comments