এলোচুলে কে? ভিজল জলে,
মেখে গেল মায়াদের এই বাদলে।
আজ এলো কে, ভেজা আঁচলে
সন্ধ্যার মেঘে ভেসে ডুব অতলে।
কে তাকাল ওই, আমি ‘আমি’ নই
ডুবে গিয়ে দৃষ্টির নীল মায়া ছুঁই।
মায়াবতী মেয়ে, মেঘে জলে নেয়ে
শরীরের ভাঁজে ভাঙে, কেয়া, চাঁপা, জুঁই।
কে ছুঁয়েছে ফুল? বরষার ভুল
জানালার কাচে আঁচ রুদ্র আগুন।
গলে যাবে যদি, শ্রাবণের নদী
কুয়াশায় বাঁধো কেন তপ্ত অরুণ?
এলোচুলে কে, ভেজা আঁচলে,
ফিসফিস কাব্যরা ডাকে কাজলে।
ছেড়েছে কে হাল? কে হলো মাতাল?
ভেসে গেল কেয়া চাঁপা ঝড় বা জলে।
জলে ভেজা মেয়ে, নিঃশ্বাসে বেয়ে
আরও কাছে আসে যদি সংগোপনে।
আমিই হবো জল, ভেজাবো আঁচল
ঢেউ হয়ে ডোবাবই,পাল, পবনে।
~ সাদাত হোসাইন
0 Comments