জাহিদ আকবরের সমসাময়িক কবিতা

 



শোনেন শোনেন মানুষজন, শোনেন আমার কথা

শহরজুড়ে কোথাও নাই একটু নীরবতা।

হারিয়ে গেছে গাছের সবুজ হারিয়ে গেছে মন

সে কথায় কবিতায় করিগো বর্ণন।

মানুষের বিবেক গেছে এক্কেবারে মরে

কী একটা হচ্ছে যেন মানুষের ভেতরে। 

কেউ-কাউরে করে না একটুকু বিশ্বাস 

প্রেমের নামে সব্বাই শুধু করে টাইম পাস।

মুখের দিকে দ্যায় না কেউতো মনোযোগ 

ভালোবাসার মানে এখন  ভোগ শুধুই ভোগ।


কে কারে ঠকাবে করতে থাকে ফন্দি। 

নীচুতার শীর্ষে মানুষ যেন বন্দি।

তেলের বাটি হাতে নিয়ে থাকে সকলে

কথায় কথায় তেল মারে মানুষের বগলে।

শোনেন শোনেন মানুষজন কথা বলি শোনেন 

সবাই এখন ক্ষমতাধর রাজনীতিবিদ খোঁজেন। 

তাদের সঙ্গে ছবি তোলায় সবচেয়ে বড় কাজ।

জগৎজুড়ে চলছে এখন এমনি রেওয়াজ।।


©কবি, গীতিকবি, লেখক, 

স্টাপ রিপোর্টার ও সমালোচক 

দ্যা ডেইলি স্টার 


Post a Comment

0 Comments