প্রচার বিমুখ গীতিকবি জাহিদ আকবর
জন্ম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায়।
ক্লাস সেভেন থেকে ছড়া কবিতা লিখতেন।
রাজশাহীর বিখ্যাত পত্রিকা দৈনিক বার্তায় তার প্রথম ছড়া প্রকাশ হয়।
তিনি নিয়মিত লিখতেন দেশের জাতীয় দৈনিক গুলোতে।
ছড়া কবিতা লিখতে লিখতে এক সময় চিঠির মাধ্যমে পরিচয় হয় এই দেশের বিখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর
সাথে তিনি তাকে গান লেখায় অনুপ্রাণিত করে।
কাওসার আহমেদ চৌধুরী তাকে প্রয়াত কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর কাছে নিয়ে যাই এবং তার লেখার কথা বলে।
২০০২ সালে জাহিদ আকবরে লেখা প্রথম গান প্রকাশ পাই আইয়ুব বাচ্চুর কণ্ঠে।
গানটি ছিল "একা"
(আমার কোনো সিমান্ত নেই
নেই কোনো সীমারেখা
আমার আছে বিষাদের এক দীর্ঘরেখা
আমি একা বড় একা)
তারপর তিনি গান করেন প্রিন্স মাহমুদের এখনো দুচোখ বন্যা অ্যলবামে।
তারপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অ্যলবামের বাইরে বাংলাদেশ ও কলকাতার সিনেমাতে টাইটেল গানের গীতিকার জাহিদ আকবর।
মোস্ট ওয়েলকাম ও
স্বপন আহমেদের 'পরবাসিনী' ছবিতে দুইটি গান করেছে।
শামীম আহমেদ রনির 'মেন্টাল' ছবিতে একটি,
অনন্ত জলিলের ' দ্যা স্পাই' ছবিতে দুইটি গান লিখেছেন।
"মুহাম্মদ মুস্তফা কামাল রাজ" পরিচালিত "প্রজাপতি" ছবিতে তিনি গান করেন।
একটি হলো হাবিব ও ন্যান্সি গাওয়া "ডুব", আর একটি ন্যান্সির "দুই দিকে বসবাস" দুইটি গান ব্যাপক শ্রোতাপ্রিয়।
'দুই দিকে বসবাস' গানের জন্য ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন
আরফিন রুমির-
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্নিমা,
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।
এই গানটার মাধ্যমে জাহিদ আকবর তুমুল পরিচিতি পাই।
আরফিন রুমির সাথে তার রসায়ন শ্রোতারা খুব পছন্দ করে।
"রুমির" সাথে জাহিদ আকবরের লেখা গান- আদর, পলকে পলকে, ভেজা ভেজা হাওয়াতে, সত্যি করে বল, গভীরে নামি, ফাঁদপাতা এই শহরে,
কাজী শুভর- মন পাঁজরে, মন পাঁজরে ২,
মনেতে আকাশ, নয়নের আলো, আদরে আদরে, সাত জনম,
ইমরানের সাথে- দিবানিশি, আরাধনা, আনমনা
বৈশাখি রং, অবাক প্রেমসহ অনেক গান।
শিল্পী শহিদের- সাথে তার বেশ কিছু শ্রোতা প্রিয় রয়েছে,
অবুঝ রাত, এমন অবাক প্রেমে
ইলিয়াসের- নীল নয়না, জোনাক জ্বলা নিশি, না বলা কথা২, না বলা কথা৩
তিনি বর্তমান সময়ের সব জনপ্রিয় ও আসিফ আকবর,রুনা লায়লা,সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত, এস আই টুটুল,সহ প্রায় সব শিল্পী সাথে গান করছেন।
এই বছরে অনেক সিনেমায় গান থাকবে এদের মধ্যে, সাইকো, মেকআপ সহ অনেক।
সাম্প্রতিক সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তানভীর তারেকের সুর, সঙ্গীত ও গায়কী তে তার গান বের হয়েছে "চোখ জুড়ে কথা"।
বিভিন্ন সময় তিনি সঙ্গীত বিষয়ক কলাম লিখেন।
২০১৮ সালে তিনি প্রথম উপন্যাস " উধাও "নিয়ে বইমেলায় হাজির হন।
বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।
তারপর ২০১৯ এ তার বই "শিকার" আসে।
২০২০ এ তিনি "নামহীন উপন্যাস লেখেন।
জাহিদ আকবর বাংলাদেশ মিডিয়া বিনোদন জগতে
গীতিকবি, কবি,লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বেশ কয়েকবার শোবিজ পুরষ্কার অর্জন করেন।
বর্তমানে তিনি দেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা
দ্য ডেইলি স্টার বাংলা বিভাগের বিনোদন সাংবাদিক
হিসেবে যুক্ত আছেন
তার প্রতিটা বাক্য, ছন্দ, কবিতা পাঠক ও শ্রোতারা খুব পছন্দ করেন
প্রতিটা লেখায় বাস্তবধর্মী। একমাত্র ব্যতিক্রম গীতিকার জাহিদ আকবর।
তার প্রতিটা গান শ্রোতাপ্রিয়।
লিখেছেন, কবি সোহানুর রহমান সোহান
2 Comments
💗💗
ReplyDeleteপ্রিয় গীতিকবি
ReplyDelete