তোমার জন্য মনটা পুড়ে!
জাহিদ আকবর
তোমাকে আমি হারিয়ে ফেলেছি
জন্ম ভিটার শ্যাওলা জলে
তোমাকে আমি রেখে এসেছি
ধান ছড়ানো মাটির তলে।
তোমাকে আমি লিখে এসেছি
স্কুলের অই গাছের ছালে
তোমাকে আমি ডাক পেড়েছি
ঘুমের মাঝে বেখেয়ালে।
তোমাকে আমি রেখে দিয়েছি
শান বাঁধানো পুকুর পাড়ে!
তোমাকে আমি খুঁজে চলছি
ঝাকড়া সেই বাঁশের আড়ে।
তোমায় আমি দেখবো বলে
চোখ রাখি সড়ক ধরে
তোমার আমি আজন্ম প্রেমিক
তোমার জন্য মনটা পোড়ে
৯ মে,২০১৯
0 Comments