উদীয়মান কবির কবিতা

 



একুশ বছর 

©সোহানুর রহমান সোহান 


একুশ বছর কেটে গেল কেউ করলো না প্রেম, 

শুধু প্রত্যাখান আর ছলনা কাটলো বছরের পর বছর সেম!

হৃদয়ের গহীন অরণ্যে বিষাদের ছায়া,

সুখ নামেনা আমার আকাশ জুড়ে 

পড়লো না কারো মায়া। 

একুশ বছর কেটে গেল কেউ হলো না সাথী,

দুই নয়নে নীল বেদনা দিবারাত্রি।

কেউ এসে বললো না ভালোবাসি তোমায়,

তেমার কারণে মরতে পারি গভীর ভালোবাসায়।

Post a Comment

0 Comments