সমসাময়িক কবিতা

 



আমি কখনো দালাল

কখনো চোর

©সোহানুর রহমান সোহান 


আমি কখনো দালাল

কখনো চোর

কখনো ছেচোর

কখনো চামচা

কখনো পা চাটা

কখনো ধান্দাবাজ

কখনো ধড়িবাজ 

কখনো ভালো মানুষী

সব চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে যায়।

কখনো আওয়ামী লীগ 

কখনো আওয়ামী বিরোধী

কখনো সত্যবাদী 

কখনো প্রতিবাদী

কখনো প্রেমিক 

কখনো বিপ্লবী 

কখনো সংগ্রামী

কখনো ছাপোষা কেরানী 

কখনো অন্যের বিষয়ে হস্তক্ষেপ করি।

আমি আরো অনেক চরিত্রে নিজেকে নিয়ে বেড়ায় 

তাতে কারকি?

সুন্দরী.. 

কখনো কবি

কখনো লুচ্চা 

কখনো আপরাধী

কখনো টাকা মারী

কখনো নম নম করি

কখনো কথা বেচি

শিক্ষিত ছেলেদের ব্রেন ওয়াস করি

মানুষের ভালো দেখলে পরশ্রীকাতরে ডুবি। 

ফাপড়বাজী করি

চরিত্র বেচি 

আরো কত কিছু যে করি.... 









Post a Comment

0 Comments