পাত্র সমাচার
©মারইয়াম
***************
ঘটক আইসসে বাড়তে হারঘে
বিহ্যার বারাত লিয়্যা।
মুনে হইছে আইজ ঘটককে
দি খানিক ধুইয়্যা!
মা তো খুশি ঘটক দেইখ্যা
বসতে দিলে পিঢ়্যা!
খাইতে দিলে পান- সুফারি
লইয়্যা ধানের চিড়্যা।
কহিলে হাকে, এ সখিন্যা
পাখাখানটা আন।
সুতে আনিস মুক মুছার
লাইগ্যা গামছাখান।
মুচকি হাইস্যা পুচ কল্লে মা,
হাজি ঘটক ভাই, তুমি ছাইল্যা
দেইখ্যা আইল্যা ক্যামুন?
ফোগলা দাঁতে হাসি দিয়্যা,
মজা কইরা পান চিবিয়্যা
কহিলে ঘটক,বুবু,চাইহ্যাছিল্যা য্যামুন।
তালের গাছ লয়
লম্ভা ম্যালায়
গায়ের রংটা ভালো।
ক্যামুন ভালো তাও কোহোছি,
ঘুটঘুইট্যা কালো!
লাকটা অতি সুন্দর বটে!
চ্যাপ্টা আর বুঁচা।
দাঁঢ়ি আছে মাসাল্লাহ মুখে!
হালকা খোঁচা খোঁচা।
চ্যাহারা নায়ক বরাবোইর!
দেকতে হিরোনখোর।
কামের কথা কোহোবো কি,
এক নাম্বারের কামচোর!
পালোহানের মতন শরীল!
দেকতে পাটেরকাঠি।
কামে খুবই জোরাল ছাইল্যা,
তুলতে পারে না মাথায় চারার একটা আঁটি!
হীরার মতন ঝকঝইক্যা দাঁত!
সামনের পাটি ফাঁক।
চুলের কথা কি কোহোবো আর
মাথা ভত্তি টাক!
চলন- বলন বুবু রাজার মতন!
ধইরা হাঁঠে লাঠি।
কথা কহার সময় হুঁশ থাকেনা
কে মা আর কে বেটি!
কতগুণের ছাইল্যা একটা
কি কোহোবো আর?
লাখে একটা পাইব্যা তুমি
কি আছে ভাবার?
খানিক লক্কইরা থাইক্যা
কোহিলে মা জননী হার,
কিছু কথা ঘটক তোমার
শুইন্যা ল্যাওয়াটা দরকার।
ক্যামুন ছাইল্যা বুইঝ্যাছি হামি
কি কোহোবো ভাই?
এমুন গুণের জামাই ভাই রে
হারঘে দরকার নাই।
ঢের হইয়্যা যায়নি হামার
সাধের একটা বেটি!
ফের যুদি আইস্যাছো এইখ্যানে
মাথায় ভাঙবো লাঠি!
২৪ -১১-২০২১
গোদাগাড়ী
রাজশাহী
0 Comments