আবার হবে দেখা
***************
©মারইয়াম
পৃথিবীটা গোল,
নয় এবড়োথেবড়ো, কোণা।
আবার হবে দেখা তোমার আমার
এখন শুধু সময়ের অপেক্ষা, প্রহর গোণা।
আবার মাস, বছর পর
হবে কখনও না কখনও দুজনের দেখা।
হবে চোখাচোখি, কিছু স্মৃতি দেবে উঁকি।
তবে হবে না আর নতুন করে ভুল স্বপ্ন আঁকা।
0 Comments