এত নিঠুর কেন বন্ধু তুমি
©মারইয়াম
কতদিন দেখিনি তোমায়!
খুব দেখতে ইচ্ছে হয়।
কেন এমন করো বলো না,
কেন এমন ভাগ্য আমার?
কবে হবে বলো গো দেখা,
কবে পাব ভালোবাসার পরশ তোমার?
কখনও পাই সুখ, পাই খুশি
তোমার দেয়া কষ্টে!
কখনও আসে অশান্তি, বেদনা,
ডুবে যাই গভীর অনিষ্টে!
বলো ফিরবে না কখনও কি?
নাকি রবে এভাবে অভিমানে?
দূরে থেকেই বেসে যাবে ভালো,
এমন করেই কি গোপনে?
এত নিঠুর কেন বন্ধু তুমি,
বোঝোনা এ মনের হাহাকার?
কবে পাব ভালোবাসার পরশ তোমার?
3 Comments
nice kobita
ReplyDeleteধন্যবাদ
Delete🌹♥️
ReplyDelete