তোমাকে
জাহিদ আকবর
তোমাকে হারিয়ে ফেলেছি
জন্ম ভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে!
তোমার জন্য পুড়েছি
চোখ জোড়া ছলছলে
তোমাকে লিখে রেখেছি
অচীন গাছের ছালে
তোমাকে শুধু ডেকেছি
বারেবারে বেখেয়ালে।
আমার বুকের গভীর
তোমার কথায় বলে ।।
তোমাকে দেখবো বলে
দু'চোখ পথের ধারে
তোমার বেঁধেছি আমি
ঘুরেফিরে মনতারে।
আমার বুকের গভীর
তোমার কথায় বলে ।।
©কবি, গীতিকবি,লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক
0 Comments