চরম বাস্তবতা
© সোহানুর রহমান সোহান
এ পৃথিবীতে আজ টাকা, খ্যাতি, ক্ষমতা নেই বলে
আজ কেউ আপনাকে গুণছে না,
চোখ তুলে আপনার দিকে তাকাচ্ছে না
পাত্তা দিচ্ছে না।
কিন্তু আগামীকাল আপনার একটা চাকরি,
ক্ষমতা বা আপনি প্রতিষ্ঠিত হয়ে যান।
দেখবেন অবাক চোখে চেয়ে আপনার পিছনে পিঁপড়ার মতো মানুষ ঘুর ঘুর করবে!
আপনার পা চাটতে পাইবে
আপনার প্রশংসা করবে
অথচ আপনার দুর্দিনে তারা কেউ আপনার পাশে ছিল না!
আপনার ভুলেই তারা খোঁজ নেই নি।
আজ যখন আপনি
প্রতিষ্ঠিত হয়েছেন তখন তারা আসছে আপনার পাশে
যখন আপনার প্রয়োজন ছিল তখন তারা কেউ আসেনি।
আপনার দুঃখের দিনে
তারা কেউ আপনাকে সহোযোগিতা করে নি।
তবে হ্যা আপনি আজ প্রতিষ্ঠিত বলে
যারা আপনার দুঃখের দিনে পাশে ছিল
তাদেরকে কথা ভুলে গেলে চলবে না
তাদের কে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে
এটাই বাস্তবতা।
কারো উঠানে জাঁকজমকপূর্ণ রঙিন উৎসব,
কারো উঠানে নীলচে বেদনা সব!
পারিবারিক বেদনা হতে পারে,
আবার প্রেমিকার দেওয়া যাতনা হতে পারে।
একজন শিল্পীর গান কারো বিয়েতে বাজছে
অথচ সেই শিল্পী আজ মারা গেছে।
তার উঠানে আজস্র বেদনা গভীর দীর্ঘশ্বাস!
এটাই বুঝি পৃথিবীর নিয়ম চরম বাস্তবতা,
দুঃখ ও অনুভূতি বোঝার মানসিক ক্ষমতা কারো নাই!
এই শক্তি বিধাতা কাউকে দেয় নি,
এটাই প্রকৃতির নিয়ম,চরম বাস্তবতা।
সময় বলে দিবে আপনার সাথে কে আছে
দুঃসময়ে চিনে যাবেন কোনটা মুখ আর কোনটা মুখোশ!
যারা আপনার সুদিনে আছে
তারা কি আপনার দুর্দিনে পাশে থাকে?
নাকি হারিয়ে যাই পথের বাঁকে!
কিছু মানুষ প্রয়োজনে কাছে ডাকে
প্রয়োজন শেষে ফেলে দেয় পথের বাঁকে।
প্রয়োজনে প্রিয়জন
প্রয়োজন শেষে বিয়োজন ..
ঝিকরাপাড়া
কাঁকনহাট
রাজশাহী
0 Comments