স্নিগ্ধতা আজ নেই পাশে
© সোহানুর রহমান সোহান
কিছুটা ভুল বোঝাবুঝির কারণে আজ তুমি অনেক দূরে..
একবারো ভাবলে না কি ছিল তোমার দেখার ভেতর।
জানতেই চাইলে না কি ঘটেছিল সেদিন,
কি হবে জেনে?
তুমিতো এখন অনেক দূরে আমারে ছেড়ে।
আমার বুকে খরা নামিয়ে
আজ তুমি অন্যের বুকে বৃষ্টি ঝরাও
তোমাকে ভালোবাসতাম স্নিগ্ধতা
খুব খুব ভীষণ ভালোবাসতাম।
এই যান্ত্রিক নগর জানে তোমার আমার ভালোবাসা..
এই শহরের আলো বাতাসে মিশে আছে আমাদের প্রণয়।
পিচঢালা পথ, সোনালী বিকেল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, রেস্টুরেন্ট, কৃষ্ণচূড়া ফুল, গোলাপ ফুল,
নদীর পাশে কাশফুল জানে তোমার আমার ভালোবাসা।
কত বিকেল কেটে গেছে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে।
হাঁটতে হাঁটতে ইনিয়ে বিনিয়ে
তোমার হাত ছোঁয়ার চেষ্টা করতাম।
তোমার কি মনে আছে স্নিগ্ধতা?
স্নিগ্ধতা, তোমার কি মনে পড়ে?
একদিন আমরা নদীর পাড়ে বসে বসে সন্ধ্যা নামিয়ে ছিলাম
অতপর অন্ধকারের গভীরে হারিয়ে ছিলাম দুজনা..
মন দেওয়া নেওয়া
নেশালু আবেগ
অবুজ আবদার,
অবাধ মেলামেশা।
কোমল আদর..
অজস্র কথাবার্তা
বেহিসেবি আলাপ
কত না খুনসুটি করেছি তুমি আমি
তার হিসাব নেই
কত কিছুই না স্মৃতি হয়ে রয়েছে..
অথচ আজ তুমি নেই পাশে!
সবুজ স্মৃতিতে ঘুণ ধরিয়ে চলে গেছো দুরত্ব বাড়িয়ে অন্য ঠিকানায়।
কেন এখন ঘুমের মাঝে স্বপ্নে দাঁড়াও?
এসো না আর
কষ্ট হয় আমার।
তুমি দুরত্ব বারিয়ে ভালই করেছো স্নিগ্ধতা
না হলে হয়তো আজ কোনো কবিতা রচিত হতনা।
আর কাউকে কষ্ট দিওনা
আর কারো মন ভেঙো না
আর কারো সাথে ছলনায় মেতো না।
কারো বুকে আগুন জ্বেলো না স্নিগ্ধতা!
পুড়িয়ে মেরো না ভালোবাসার আগুনে।
ভালো থেকো
সুখে থেকো...
১৭, আগস্ট ২০২১
ঝিকরাপাড়া, কাঁকনহাট
রাজশাহী
3 Comments
বাহ্
ReplyDeleteভালোবাসা
ReplyDeleteNice
ReplyDelete