নেতাদের যত নীতি
©সোহানুর রহমান সোহান
নিয়ম করে হচ্ছে অনিয়ম
নিয়ম করে হচ্ছে দুর্নীতি
নিয়ম করে হচ্ছে অনিয়মের রাজনীতি।
বর্তমানের রাজনীতি
হয়ে গেছে ভোগনীতি।
দলের নিবেদিত ও ত্যাগী নেতারা কোণঠাসা
দলে ঢুকেছে বিএনপি জামাতের এজেন্ডা।
দলে ঢুকেছে নারী কারবারি
দলে ঢুকেছে হুন্ডি ব্যবসায়ী।
দলে ঢুকেছে মাদক সম্রাট
দলকে খাচ্ছে অশিক্ষিতরা
এক শ্রেণীর নেতা আছে
যারা নীতি নৈতিকতা বিক্রি করে
যখন যে দল ক্ষমতায় আসে
তখন সেই দলের ছাতার তলে বসে!
দল প্রতিবন্ধীরা কাঁপাচ্ছে
প্রতিবন্ধী মাঠে খেলছে অর্হনিশ।
দলে লেজুরবৃত্তি লোকের সমাগম
লেজুড়বৃত্তি চরম মাত্রায় গেলে
করে না পা চাটতে কুন্ঠাবোধ!
আরো কত নেতা আছে..
যাদের এমপি, মন্ত্রীদের সাথে ছবি তোলায় কাজ
তারপর সেই ছবি দেয় সোশাল মিডিয়ায়
সেই ছবি মানুষ দেখে
আর বলে নেতা এখন সেলফিবাজ!
আসলেই তাদের নেই কোনো কাজ..
একটা ছবি তুলে ফেসবুকে ঘুরাই বারো মাস।
বর্তমান রাজনীতি ভূলুণ্ঠিত রাজনীতি।
সবখানে দলাদলি কামড়াকামড়ি!
দলের মাঝে দল
তার মাঝে একজন বলেছে এদিক চল
আরেকজন বলে এখানে হ্যা বল।
এক পক্ষ এমপিলীগ
আরেক পক্ষ আওয়ামী লীগ!
দলের ভাবমূর্তি দলের নেতারায়
মাটিতে মেশাচ্ছে
ধুয়ে ধুয়ে খাচ্ছে।
রোজ খাচ্ছে
তারপর চিল করছে
হাওয়া খাচ্ছে।
আহ কি বিলাসিতার জীবন নেতাদের
শুধু চিল আর চিল
আর যাকে অপচ্ছন্দ
তাকে করছে কিল!
এটাই বর্তমান কালো নেতাদের ভুষণ!!
রচনাকাল ১৪/১০/২০২১
ঝিকরাপাড়া, কাঁকনহাট
রাজশাহী।
0 Comments